রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৭টি চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন, মিলন বীর ও মোঃ রিপন মিয়া।
গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় তুরাগের ধউর বেরীবাধ জসিম মিয়ার গ্যারেজের পাশ থেকে চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের বেরীবাধ এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ দুই জনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে।