kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

দেশে এক দিনে ১৫ হাজারের বেশি করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক   

২৮ জানুয়ারি, ২০২২ ০৯:৪৬ | পড়া যাবে ২ মিনিটেদেশে এক দিনে ১৫ হাজারের বেশি করোনা শনাক্ত

করোনার টিকা নিতে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। গতকাল বিকেলে গাইবান্ধা জেনারেল হাসপাতালে। ছবি : কালের কণ্ঠ

দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট কয়েক দিন ধরে প্রায় একই অবস্থানে রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১.৯৮ শতাংশ। এ সময় মারা গেছে আরো ১৫ জন।

বিজ্ঞাপন

এর আগের দুই দিনও শনাক্ত ও শনাক্তের হার প্রায় একই রকম ছিল। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়।

অধিদপ্তরের তথ্য, সরকারি হিসাবে গতকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন, এর মধ্যে মারা গেছে মোট ২৮ হাজার ২৮৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৩৭ জন, গতকাল পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পাঁচজন পুরুষ, ১০ জন নারী। এর মধ্যে ৫১ থেকে ৬০ বছরের চারজন, ৬১ থেকে ৭০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ এবং ৭১ থেকে ৮০ বছরের দুজন, ১১ থেকে ২০, ২১ থেকে ৩০, ৩১ থেকে ৪০ এবং ৯১ থেকে ১০০ বছরের একজন করে রয়েছেন। এই ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন। চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুজন, বরিশাল ও রংপুর বিভাগের মারা গেছেন একজন করে।সাতদিনের সেরা