নিজস্ব তহবিল থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ শুরু করেছেন। পুরো শীতকাল জুড়েই এই কার্যক্রম চলমান থাকবে বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন। এরআগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পীরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজ্ঞাপন