kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের

দাবি আদায়ে মরিয়া, অনশনে অসুস্থ আরো ৪ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০২২ ১৩:২০ | পড়া যাবে ২ মিনিটেদাবি আদায়ে মরিয়া, অনশনে অসুস্থ আরো ৪ শিক্ষার্থী

গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হচ্ছে অনশনরত এক শিক্ষার্থীকে। ছবি : কালের কণ্ঠ

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)-এর আমরন অনশনকারী আরো চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের চিকিৎসা দিতে সিলেটের তিনটি হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী হাসপাতাল ভর্তি আছেন বলে জানা যায়। এদের মধ্যে নতুন করে ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

বিজ্ঞাপন

এখন ৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন। বাকি ৮ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান করছেন।

হাসপাতালে নেওয়া হচ্ছে অনশনে অসুস্থ এক শিক্ষার্থীকে। ছবি - কালের কণ্ঠ

এর আগে, রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে গণঅনশনের অংশ হিসেবে যোগ দিয়েছেন ৪ শিক্ষার্থী।

রবিবার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। পরে পারিবারিক কারণে একজন বাড়িতে চলে যান। এদিকে অনশনের ১১৬ ঘণ্টা পার হলেও আসেনি কোন ফলপ্রসূ সিদ্ধান্ত।সাতদিনের সেরা