হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি না লেখার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জারীকৃত চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোমিওপ্যাথি চিকিৎসক নেতারা এই দাবি জানান।
এ সময় হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দীলিপ কুমার রায় ও রেজিস্টার কাম মহাসচিব জাহাঙ্গীর আলমসহ হোমিওপ্যাথি চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক সম্প্রতি হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের আগে ডা. পদবি ব্যবহার করা যাবে না এমন নির্দেশনা দিয়ে বিএমডিসির আইন ২০১০-এর বরাতে চিঠি দিয়ে যে নির্দেশনা জারি করেছেন তা সঠিক নয়।
বিজ্ঞাপন
তাঁরা আরো বলেন, প্রায় ২০০ বছরের বেশি সময় থেকে হোমিওপ্যাথিক চিকিৎসকরা এবং হোমিওপ্যাথিক চিকিৎসাবিজ্ঞান বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের গ্রহণযোগ্যতা উপলব্ধি করে ১৯৭২ সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড গঠন করেন এবং হোমিওপ্যাথি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবকাঠামো উন্নয়নে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করেন।
এ সময় বলা হয়, আপিল বিভাগে গৃহীত আবেদনটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডা. পদবি ব্যবহার প্রসঙ্গে কোনো কার্যক্রম গ্রহণ ও মন্তব্য প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানান তাঁরা।