স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলাসহ সরকারি ১১ দফা নির্দেশনা মেনে না চললে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদদপ্তরের বিশেষ এক ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান।
খুরশীদ আলম বলেন, 'দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশই টিকা নেয়নি। এ ছাড়া কো-মরবিডিটির কারণেও মারা যাচ্ছে। দেশে এ পর্যন্ত ওমিক্রনে মোট কতজন মারা গেছে এ সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
দেশে ওমিক্রনসহ করোনাভাইরাস সংক্রমণের অব্যাহত ঊর্ধ্বমুখী ধারাকে অশুভ ইঙ্গিত বলেও উল্লেখ করেন তিনি।