kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

করোনায় আক্রান্ত জি এম কাদের সুস্থ আছেন

নিজস্ব প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০২২ ১৩:৪২ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত জি এম কাদের সুস্থ আছেন

করোনায় আক্রান্ত হলেও সুস্থতা বোধ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। গতকাল রবিবার (১৬ জানুয়ারি) সংসদ অধিবেশনে যোগ দিতে কভিড-১৯ পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়।  

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গোলাম মোহাম্মদ কাদের করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন এবং তার মধ্যে কোনো উপসর্গ নেই।  

চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে আছেন এবং নিয়মিত ওষুধ ও খাবার গ্রহণ করছেন বলে বিবৃতিতে বলা হয়।

বিজ্ঞাপন

নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিরোধীদলীয় এ উপনেতা।  

এদিকে জি এম কাদেরের সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে আকুতি জানান তারা।সাতদিনের সেরা