করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মা, বোনসহ চার সদস্য। তবে লেখক ভট্টাচার্য নিজে সুস্থ আছেন বলে জানা গেছে।
রবিবার (১৬ জানুয়ারি) রাতে লেখক ভট্টাচার্য কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে পরিবারের সদস্যদের কারো কোনো শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
লেখক ভট্টাচার্য জানান, ‘ভাগ্নের প্রথম জ্বর আসছিল। বেশ কয়েক দিন জ্বর থাকার কারণে পরীক্ষা করানো হলে পজিটিভ রিপোর্ট আসে। পরে পরিবারের অন্যদেরও উপসর্গ থাকায় পরীক্ষা করানো হলে পজিটিভ রিপোর্ট আসে। তাদের কোনো জটিলতা নেই। তবে আমার কোনো উপসর্গ নেই। আমি আলাদা বাসায় আছি। ’