প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনোয়ার হোসেন এই ছিনতাইয়ের ঘটনার শিকার হন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যায় বলে জানান তিনি।
আনোয়ার হোসেন বলেন, খিলগাঁও সিফাইবাগে বাসায় যাওয়ার উদ্দেশ্যে অফিস শেষ করে প্রতিদিনের মতো বাংলামোটর এলাকা থেকে রিকশায় উঠে খিলগাঁও চৌরাস্তা পার হই।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, ছিনতাইকারীদের পরনে কোর্ট প্যান্ট ছিল। দেখে চেনার উপায় নেই তারা ছিনতাইকারী। যে রিকশাতে তারা ছিল সেই রিকশার চালকও ছিনতাইকারী চক্রের সদস্য বলে মনে হয়েছে।
এ বিষয়ে খিলগাঁও থানার ওসি ফারুকুল বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে ছিনতাইকারীদের ধরার চেষ্টা করব।