kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

ফিরলেন না সাংবাদিক মোমেনুর ইসলাম

অনলাইন ডেস্ক   

৭ জানুয়ারি, ২০২২ ১১:২৪ | পড়া যাবে ১ মিনিটেফিরলেন না সাংবাদিক মোমেনুর ইসলাম

সাংবাদিক মো. মোমেনুর ইসলাম মণ্ডল মারা গেছে। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

সাংবাদিক মোমেনুর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

তিনি এনটিভি অনলাইনে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে ২০১৯ সাল থেকে কর্মরত ছিলেন। সাংবাদিকতা ছাড়াও তিনি গান ও নাটক লিখতেন। এ ছাড়া ছবিও আঁকতেন মোমেনুর। তিনি মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

মোমেনুর ইসলামের নিকটাত্মীয়রা জানান, বৃহস্পতিবার স্ট্রোক করেছিলেন মোমেনুর। এরপর বিকেল পৌনে ৫টার দিকে তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছিলেন তিনি ফিরে আসবেন।  আজ শুক্রবার সকালে চিকিৎসকেরা জানান, তিনি মারা গেছেন।

মোমেনুর ইসলামের প্রথম জানাজা এনটিভি অনলাইনের প্রধান কার্যালয় বিএসইসি ভবনে অনুষ্ঠিত হবে।সাতদিনের সেরা