kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

হুইলচেয়ারে মিলল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০২১ ০৫:২০ | পড়া যাবে ১ মিনিটেহুইলচেয়ারে মিলল নারীর মরদেহ

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে আনুমানিক ৫৫ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে মরদেহটি পাওয়া যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারী হুইলচেয়ারে বসে ভিক্ষা করতেন।

বিজ্ঞাপন

তাঁর বাসা কোথায় বা নাম কী—কিছুই জানেন না তাঁরা। হুইলচেয়ারেই তাঁর মরদেহ ছিল। গতকাল মঙ্গলবার বাড্ডা থানার এসআই সাইফুল ইসলাম চৌধুরী জানান, সোমবার রাতে বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর রোডের ৪৯ নম্বর বাসার সামনে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। কিভাবে মারা গেলেন, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

এসআই আরো জানান, মৃত নারীর ডান চোখে ও শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে দাগ রয়েছে এবং কপাল ফোলা ছিল। এলাকায় অনেকের কাছে জিজ্ঞাসা করে জানা যায়, ওই অজ্ঞাতপরিচয় নারীকে আগে কখনো দেখা যায়নি। কেউ হয়তো ভিক্ষাবৃত্তির জন্য হুইলচেয়ারে করে ডিআইটি প্রজেক্ট এলাকায় রেখে গেছে।সাতদিনের সেরা