kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

বিআরটিএর অভিযানে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   

৫ ডিসেম্বর, ২০২১ ১৯:১০ | পড়া যাবে ১ মিনিটেবিআরটিএর অভিযানে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল রবিবার পরিচালিত অভিযানে ৩৩ বাসকে দুই লাখ চার হাজার টাকা জরিমানা করা হয়। আজ রবিবার সন্ধ্যায় বিআরটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানে ১৯টি ডিজেল চালিত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এক রুটের বাস অন্য রুটে চলায় ১১টি বাসকে ৪৮ হাজার টাকা এবং অন্যান্য অপরাধে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনটি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়েছে এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়।সাতদিনের সেরা