kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের সমাবেশ

অনলাইন ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০২১ ১৩:৫০ | পড়া যাবে ১ মিনিটেখালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের সমাবেশ

ছবি - সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি ও নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

রবিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।

সকাল সাড়ে ৯টার পর থেকে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতারা মিছিল নিয়ে সমাবেশে আসেন। এ সময় শ্রমিক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।সাতদিনের সেরা