kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

সাভারের বিএনসিসি একাডেমীতে ভিআইপি কমপ্লেক্স উদ্বোধন

অনলাইন ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০২১ ০২:৩৬ | পড়া যাবে ১ মিনিটেসাভারের বিএনসিসি একাডেমীতে ভিআইপি কমপ্লেক্স উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে ঢাকার সাভারের বিএনসিসি একাডেমীতে ভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই নবনির্মিত ভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করেন আবু হেনা মোস্তফা কামাল।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি।  

এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিএনসিসি অধিদপ্তরের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাতদিনের সেরা