kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত রাজনীতিবিদ গোলাম হোসেন

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২১ ১৭:৫১ | পড়া যাবে ১ মিনিটেচলে গেলেন একুশে পদকপ্রাপ্ত রাজনীতিবিদ গোলাম হোসেন

বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য একুশে পদকপ্রাপ্ত রাজনীবিদ অ্যাডভোকেট গোলাম হোসেন মারা গেছেন। আজ শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে পাবনা পৌর এলাকার কাছারি পাড়াস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হোসেন-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০২১ সালে বর্ষিয়ান রাজনীতিবিদ গোলাম হোসেনকে একুশে পদক প্রদান করেন। তিনি দীর্ঘ দিন পাবনা জেলা আওয়ামী লীগ ও পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।সাতদিনের সেরা