kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

‘বঙ্গবন্ধু সারা জীবন মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন’

কূটনৈতিক প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২১ ১০:৪৭ | পড়া যাবে ১ মিনিটে‘বঙ্গবন্ধু সারা জীবন মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু তাঁর সারা জীবন মানুষের ন্যায্য অধিকার, মঙ্গল, ভালোর জন্য কাজ করে গেছেন। এসব তিনি করেছেন আইনানুগ নিয়মে শান্তির মাধ্যমে।

আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বিশ্ব শান্তি সম্মেলন’ উপলক্ষে ‘আর্ট ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।  

আর্ট ক্যাম্পে প্রয়াস স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি; পরিরাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন; পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা