kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ৬১

অনলাইন ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২১ ১৮:০০ | পড়া যাবে ১ মিনিটে২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ৬১

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৭৪জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬১ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৩ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪০২জন।

বিজ্ঞাপন

চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৭ হাজার ৭৮ জন ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ হাজার ৫৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ২৯৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১০৯ জন ভর্তি রয়েছে। এই কয়েকদিনে ডেঙুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।সাতদিনের সেরা