kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

করোনায় মৃত্যু-শনাক্ত দুই-ই বাড়ল

অনলাইন ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২১ ১৬:৪৩ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় মৃত্যু-শনাক্ত দুই-ই বাড়ল

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৭ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে দেশে। রবিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের।

বিজ্ঞাপন

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরো ২০৫ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৩ শতাংশ। আর এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার ৩১৭  জন করোনা থেকে সেরে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ, একজন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন দুজন, একজন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের।  সাতদিনের সেরা