kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

সিদ্ধিরগঞ্জে মেসে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৬ নভেম্বর, ২০২১ ২১:০৫ | পড়া যাবে ১ মিনিটেসিদ্ধিরগঞ্জে মেসে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ারে একটি মেসে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক মামুন (২৭) মারা গেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামুনের শরীর ৯৯ শতাংশ দগ্ধ ছিল।

বিজ্ঞাপন

এ ঘটনায় আরো দুজন চিকিৎসাধীন। তাদের মধ্যে পারভেজের শরীরের ৯৯ শতাংশ ও জীবনের ৩০ শতাংশ দগ্ধ। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে সাততলা আদনান টাওয়ারের চারতলার মেসে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটে। এ সময় তিন পোশাক শ্রমিক দগ্ধ হন।

তাদের সহকর্মী রিয়াজ বলেন, দগ্ধ তিনজনই অনন্ত অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিক। তারা সবাই নাইট ডিউটি করে এসে রেস্ট নিয়ে আবারও নাইট ডিউটির জন্য তৈরি হচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ বিস্ফোরণ ঘটে।সাতদিনের সেরা