kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন লাভলী

নাটোর প্রতিনিধি    

২৫ নভেম্বর, ২০২১ ১৬:০৪ | পড়া যাবে ১ মিনিটেএকসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন লাভলী

নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন লাভলি খাতুন (২৮) নামে এক গৃহবধূ। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বনপাড়া আমিনা প্রাইভেট হাসপাতালে ওই চার শিশুর জন্ম দেন তিনি। লাভলি খাতুন উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার কৃষক লিটন মিয়ার স্ত্রী।

লিটন মিয়া জানান, সিজারের মাধ্যমে তাদের চার কন্যাসন্তানের জন্ম হয়। এদের মধ্যে তিনজন সুস্থ ও একজন মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না।

লাভলী খাতুন বলেন, আমি অনেক খুশি, তবে আমরা অনেক গরিব মানুষ। আমাদের সন্তানরা আমার কাছ থেকে পর্যাপ্ত বুকের দুধ পাবে না। এদিকে বাজারে শিশুখাদ্য দুধের দাম অনেক বেশি। তা ছাড়া আমাদের ১৫ ও ৭ বছর বয়সী ছেলে ও মেয়ে রয়েছে। এদের নিয়ে দারুণ দুশ্চিন্তায় রয়েছি আমরা। এ ব্যাপারে বিত্তবানদের কাছে সহায়তা প্রার্থনা করছি।

আমিনা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আনসারুল হক জানান, মা ও সন্তানরা সুস্থ আছে।সাতদিনের সেরা