kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২১ নভেম্বর, ২০২১ ২৩:১৮ | পড়া যাবে ১ মিনিটেবাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম সোহেল (৩২) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি ও তাঁর সহকারী জাহাঙ্গীর আলমের (৩২) মৃত্যু হয়েছে। সোহেল উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকার আবুল হোসেনের ছেলে এবং জাহাঙ্গীর ঢাকার নবাবগঞ্জের বক্তারনগর গ্রামের আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হন। আজ রবিবার উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সোহেলের মামাতো ভাই মো. সুজন জানান, সাঁতারকুল এলাকায় সোহেলের নিজের ওয়েল্ডিংয়ের দোকান রয়েছে। তার পাশেই একটি দোকানে কাজ করতে গিয়েছিলেন। সেখানে লোহার পাইপ ওঠানোর সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই অচেতন হয়ে পড়েন। 

পরে তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহাদ ও মিরাজ নামের দুই শ্রমিক আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।সাতদিনের সেরা