kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪

অনলাইন ডেস্ক   

১৭ নভেম্বর, ২০২১ ১৩:৪২ | পড়া যাবে ১ মিনিটেসায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪

রাজধানীর সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মারা গেছেন আরো একজন। মারা যাওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ শফিক (৪০)।

রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। তাঁর শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন আজ বুধবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় এ পর্যন্ত মারা গেলেন চারজন। এর আগে মারা যান বিশ্বনাথ দত্ত (৫০), মো. রিপন (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের তিনজন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন কবির (৩০) ও রবিন (২৫) নামের দুইজন।

গত শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার জনপথ মোড়ের একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলার ওই দোকানে এ দুর্ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন। তাঁদের সবাইকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সাতদিনের সেরা