kalerkantho

শুক্রবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৮। ৩ ডিসেম্বর ২০২১। ২৭ রবিউস সানি ১৪৪৩

সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক   

১৬ নভেম্বর, ২০২১ ১৯:৫৬ | পড়া যাবে ১ মিনিটেসংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে স্পিকারের শোক

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ মঙ্গলবার এক শোক বার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার বেলা ২টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মো. একাব্বর হোসেন এমপি অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে সর্বমোট চারবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।সাতদিনের সেরা