kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

মেট্রোরেলের ৬ষ্ঠ চালান নৌপথে আসছে ঢাকায়

অনলাইন ডেস্ক   

১৩ নভেম্বর, ২০২১ ১৬:৪১ | পড়া যাবে ১ মিনিটেমেট্রোরেলের ৬ষ্ঠ চালান নৌপথে আসছে ঢাকায়

ফাইল ফটো

মোংলা বন্দরে আসা মেট্রোরেলের ষষ্ঠ চালানে চারটি বগি ও দুটি ইঞ্জিনসহ মালামাল খালাস কাজ শুরু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জাহাজে থাকা সব মালামাল খালাস করে নৌপথে ঢাকায় পাঠানো হবে।

আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে খালাস শুরু হয়। খালাস হওয়া মালামাল নৌপথে ঢাকার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে নয় নম্বর জেটিতে নোঙর করে পানামা পতাকাবহী ‘এম ভি ব্রাইট কোরাল’ জাহাজ।

জানা গেছে, জাহাজটিতে মেট্রোরেলের চারটি কোচ ও দুই ইঞ্জিন ছাড়াও ৮০ প্যাকেজের ৪২৩ মেট্রিক টনের সরঞ্জামও রয়েছে।

২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে। তবে এখন পর্যন্ত ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে।সাতদিনের সেরা