kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

নবম বেতন কমিশন গঠনসহ

৫ দফা দাবিতে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক   

৩০ অক্টোবর, ২০২১ ১৯:৫৬ | পড়া যাবে ২ মিনিটে৫ দফা দাবিতে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের আল্টিমেটাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, নবম বেতন কমিশন গঠনসহ ৫ দফা পূরণের দাবিতে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে দেশের বৃহত্তম গণ কর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারের পক্ষে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে ১২ লাখ কর্মচারির পক্ষে পরবর্তীতে কঠোর কর্মসূচির কথা জানানো হয়েছে।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, গণকর্মচারীরা উন্নয়নের প্রধান হাতিয়ার। আমাদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, বিদ্যমান বেতন কাঠামোতে ২০টি গ্রেডকে ১০টি গ্রেডে রুপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। সচিবালয়ের সাথে সঙ্গতি রেখে সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান করতে হবে। পেনশন গ্র্যাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০ শতাংশ প্রদান করতে হবে। মানসম্মত রেশন প্রদান, পাহাড়ী, পর্যটন ও দূর্যোগ ভাতা প্রদান দিতে হবে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় নেতা বদরুল আলম সবুজ, রোকনুজ্জামান, বেলাল হোসেন, সৈয়দ সারোয়ার হোসেন, এস এম শফিকুর রহমান রাজু, এম এ আউয়াল, মোঃ মানিক মিয়া, মো. রফিকুল আলম, মো. মানিক মৃধা, মো. কামরুল ইসলাম, কামাল হোসেন শিকদার প্রমুখ।

এছাড়াও গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, বিপিডিসি, জাতীয় ক্রীড়া পরিষদ, ডিপিডিসি, জাতীয় যাদু ঘর, বিএডিসি, গৃহায়ন কতৃপক্ষ, সোনালী ব্যাংক, অগ্রনী ব্যাংক, রাজউক, জীবন বীমা কর্পোরেশন, শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী, ঢাকা ওয়াসা, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা