kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

মেয়াদোত্তীর্ণ আনফিট নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দাবি

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২১ ১৭:৫৪ | পড়া যাবে ২ মিনিটেমেয়াদোত্তীর্ণ আনফিট নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দাবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফেরিডুবি। ছবি: শেখ হাসান

নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ যাত্রী ও পণ্যবাহী নৌযানের বার্ষিক ফিটনেস হালনাগাদ নিশ্চিত করার দাবি জানিয়েছে তিনটি বেসরকারি সংগঠন। মেয়াদোত্তীর্ণ (৪০ বছরের বেশি বয়সী) ও ফিটনেসবিহীন সরকারি-বেসরকারি সব ধরনের নৌযানকে আইনের আওতায় আনতে অবিলম্বে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন সংগঠন তিনটির নেতারা।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। গত পাঁচ বছরে সংঘটিত সকল নৌ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন নৌ পরিবহন মন্ত্রণালয় ও নৌ পরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রকাশেরও দাবি জানিয়েছেন তাঁরা।

বিবৃতিদাতারা হলেন নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া, গ্রিন ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এবং উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে ফেরি ‘শাহ আমানত’ দুর্ঘটনাকবলিত হওয়ার ঘটনাকে নৌ নিরাপত্তা ও জনবান্ধব আধুনিক নৌ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার অন্তরায় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বছরের পর বছর যেভাবে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন ফেরি পরিচালনা করে আসছে তা শুধু দুঃখজনকই নয়; রীতিমতো আইন ও বিধিবিধানের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধও বটে। একইভাবে নৌখাতের নিয়ন্ত্রক সংস্থা হয়েও এসব ফেরির বিরুদ্ধে এতদিন কোনো আইনি পদক্ষেপ না নিয়ে নৌ পরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

বিবৃতিতে রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে এই অবহেলা ও গাফিলতির জন্য তিনটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অবৈধ নৌযানের বিরুদ্ধে সারা দেশে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। এ কাজে নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর পাশাপাশি জেলা প্রশাসনকেও সম্পৃক্ত করার দাবি জানান বিবৃতিদাতারা।সাতদিনের সেরা