kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

'কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না'

অনলাইন ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২১ ১৬:৪৬ | পড়া যাবে ১ মিনিটে'কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না'

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননাসহ সহিংসতার ঘটনা অপশক্তির পরিকল্পিত। এ ঘটনা দ্বারা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে এতে দলের লোকজন জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতবিার সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ  কথা বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, কুমল্লিার এ ঘটনাটি ইচ্ছাকৃত এবং পরিকল্পিত। এ অপশক্তিকে কোনো অবস্থাতেই ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমার দলেরও যদি কেউ থাকে ওই অপশক্তির আন্ডারে, তাকেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলন, যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তারা কোনো ধর্ম বা দলের হতে পারে না। অপরাধ যে-ই করুক, তাকে শাস্তি পেতেই হবে। এ ধরনের ঘটনার পুরাবৃত্তি বন্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ও পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা