kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

গুলশানের আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২১ ১৩:১৫ | পড়া যাবে ১ মিনিটেগুলশানের আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। 

রাজধানীর গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টায় ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরো ৫টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।’ তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সাতদিনের সেরা