kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

বাংলাদেশে দুর্গাপূজায় সহিংসতার শিকারদের প্রতি অস্ট্রেলিয়ার সমবেদনা

অনলাইন ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২১ ২৩:৪২ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে দুর্গাপূজায় সহিংসতার শিকারদের প্রতি অস্ট্রেলিয়ার সমবেদনা

বাংলাদেশে দুর্গাপূজার সময় সহিংসতার শিকারদের প্রতি সমবেদনা জানিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাই কমিশন একথা জানিয়েছে।

সোমবার অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশের টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে লেখা হয়েছেঃ ‘দুর্গাপূজার সময় সহিংসতার শিকারদের প্রতি সমবেদনা। মানুষের মধ্যে সহনশীলতা ও বোঝাপড়া এবং সাংস্কৃতিক বৈচিত্র‍্য ও তার বিভিন্নভাবে প্রকাশকে স্বীকৃতি দান অস্ট্রেলিয়ার মূল নীতির অংশ।’

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস এবং হাই কমিশন থেকে দুর্গাপূজার সময় সহিংসতার শিকারদের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়েছে।সাতদিনের সেরা