kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া উচিত: আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   

২৫ অক্টোবর, ২০২১ ২০:৫০ | পড়া যাবে ২ মিনিটেজনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া উচিত: আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সরকারি হাসপাতাল থেকেই কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করা উচিত। আজ সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ কর্তৃক আয়োজিত ডেঙ্গু এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ বিষয়ক বিজ্ঞানভিত্তিক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবায় নিয়োজিত সকলকে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করায় আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্য সেবার জন্যই ৭ দশমিক এক সাত একর জমিতে নির্মিত ১ লাখ ৮০ হাজার ৫ শত ৬০ বর্গফুট আয়তনবিশিষ্ট ডিএনসিসির একটি বিপণীবিতানকে ১ হাজার শয্যাবিশিষ্ট দেশের সবচেয়ে বড় "ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল" এ রুপান্তরিত করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন,  কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায়ও সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নগরপিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবেই করে যেতে চাই।

ডিএনসিসি মেয়র বলেন, “মাস্ক আমার, সুরক্ষা সবার” তাই বিদ্যমান করোনা পরিস্থিতিতে সকলকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

মেয়র বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের সদস্যবৃন্দসহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ফিরেছি। বাড়ি ফিরতে পাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা

স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ এর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল শাখার আহবায়ক ডাঃ মোঃ বাহাউদ্দিন মোল্লা বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাঃ এম. এ. আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জামিল আহমেদ এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা