kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

খালেদার স্বাস্থ্য নিয়ে বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২১ ১২:০০ | পড়া যাবে ১ মিনিটেখালেদার স্বাস্থ্য নিয়ে বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রাজধানীর  গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হতে পারে সংবাদ সম্মেলনে। সাতদিনের সেরা