kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   

২৪ অক্টোবর, ২০২১ ০৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেমাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মাদকমুক্ত বিশ্বম্ভরপুর উপজেলা গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন সুনামগঞ্জ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ সদর উপজেলা একাদশ বনাম বিশ্বম্ভরপুর উপজেলা একাদশের মধ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান মিসবাহ এমপি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জেরর সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার এবং বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।সাতদিনের সেরা