kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র ব্যবসা বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২১ ২০:৫৪ | পড়া যাবে ১ মিনিটেরোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র ব্যবসা বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্রব্যবসা বন্ধে প্রয়োজনে গুলি ছোঁড়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ. কে আব্দুল মোমেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মাদরাসায় সন্ত্রাসীদের হামলায় সাতজন নিহতের ঘটনায় তিনি এ মন্তব্য করেন।

আজ শুক্রবার দুপুরে সিলেটের শাহী ঈদগাহে এক আলোচনা সভা শেষে রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের মধ্যে যারা মিয়ানমারে ফেরত যেতে চায় না, তারা হয়তো এসব অঘটন ঘটাচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি বড় ধরনের সভা হয়েছে। এরপর শুক্রবারের দুর্ঘটনা খুবই আতঙ্কের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওখানে মাদক ও অস্ত্র ব্যবসার তথ্য দিচ্ছেন অনেকে। কিছু বন্দুকটন্দুকও আনা হয়। এ নিয়ে আলোচনা করা হবে। মাদক ও অস্ত্র পুরোপুরি বন্ধের জন্য প্রয়োজনে গুলি করার পরামর্শ দেওয়া হবে।

আজ শুক্রবার ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসায় গুলি করে ও কুপিয়ে ৭ জনকে হত্যা করা হয়েছে।সাতদিনের সেরা