kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

বিদেশে মিশনগুলোকে নেতিবাচক প্রচারণা মোকাবেলার নির্দেশ

কূটনৈতিক প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০২১ ০০:৫৮ | পড়া যাবে ২ মিনিটেবিদেশে মিশনগুলোকে নেতিবাচক প্রচারণা মোকাবেলার নির্দেশ

বাংলাদেশে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো নিয়ে বিদেশে অপপ্রচার ও নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে বাংলাদেশি মিশনগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনায় গণমাধ্যমসহ অন্যান্যদের কাছে প্রকৃত ঘটনা ও পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ বছর আগের স্বাধীনতাবিরোধীরা এখনও এ দেশে বিষাক্ত প্রচারণার মাধ্যমে হিংসা, বিদ্বেষ ও গোঁড়ামি উসকে দিচ্ছে। অজানা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সংখ্যালঘুদের ওপর একটি স্বার্থান্বেষী মহলের পূর্বপরিকল্পিত আক্রমণে সরকার উদ্বিগ্ন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের মানুষ যখন দুর্গাপূজার উৎসব উদযাপন করছিল, তখন দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দুদের ধর্মীয় স্থান ও মূর্তির ওপর হামলার খবর আসছিল। বাংলাদেশ সরকার দ্ব্যর্থহীনভাবে এ ঘটনার নিন্দা জানিয়েছে ও এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। তাত্ক্ষণিকভাবে ২২টি জেলায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশে সহিংস ঘটনাগুলোর নিয়ে বিদেশের বিভিন্ন মহলের প্রতিক্রিয়াকে সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিভিন্ন স্থানে পুরনো ভিডিওকে সংখ্যালঘু নির্যাতনের ভিডিও হিসেবে প্রচার করা হচ্ছে। সার্বিকভাবে বিষয়টি বাংলাদেশে ধর্মীয় সহবস্থানের ওপর আঘাত। এছাড়া বাংলাদেশের উন্নতি ও স্থিতিশীলতার স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা দমন করা প্রয়োজন।

তিনি বলেন, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকের উদ্বেগ আছে। কিন্তু দায়িত্বশীলভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার না করলে তাতে নজরদারি ও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে। এ বিষয়গুলোও বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে তুলে ধরতে বলা হয়েছে।সাতদিনের সেরা