kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

দ্রুত বিবিআইএন মোটরযান চুক্তি বাস্তবায়ন চায় ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০২১ ০১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেদ্রুত বিবিআইএন মোটরযান চুক্তি বাস্তবায়ন চায় ঢাকা

বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল (বিবিআইএন) মোটরযান চলাচল চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ ওই চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত সোমবার বাংলাদেশে নেপালের বিদায়ী রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রকে বাংলাদেশের প্রত্যাশার কথা জানিয়েছেন। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে ড. মোমেন বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ, জ্বালানি খাতে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতার ওপর জোর দেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। নেপালের রাষ্ট্রদূত মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি ‘প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ)’ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। উভয় পক্ষ থেকে ভবিষ্যত্ সহযোগিতার অঙ্গীকার করে বৈঠকটি শেষ হয়।

ড. বংশীধর মিশ্র রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে আগামীকাল বৃহস্পতিবার নেপালে ফিরে যাবেন।সাতদিনের সেরা