kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দোয়া মিলাদ

'খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না'

অনলাইন ডেস্ক   

১৬ অক্টোবর, ২০২১ ২০:৪৮ | পড়া যাবে ১ মিনিটে'খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মিলাদের কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার রাজধানীর মহাখালীতে গাউছুল আযম মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়।

এতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম শিকদার রানা বলেন, খালেদা জিয়া অনেক অসুস্থ। কিন্তু তার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না। দেশের অবৈধ সরকার তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না।

সদস্য সচিব রুহুল আমিন সোহেল বলেন, দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী আজ বন্দি। তাকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে, দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনতে হবে। চারদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাজেদ আহমেদ, জাহিদ হাসান, নাজমুল হাসান নাদিম, ফখরুল ইসলাম ফাহাদ, মইনুল ইসলাম মানিক, সদস্য মিল্টন হাসান রাজু এবং আব্দুল ওয়াদুদ অভিসহ প্রত্যেক কলেজ এবং থানার নেতাকর্মীরা।সাতদিনের সেরা