kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

উড়াল সেতুতে বাস উল্টে দুই নারী খেলোয়াড়সহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০২১ ০০:৫৯ | পড়া যাবে ১ মিনিটেউড়াল সেতুতে বাস উল্টে দুই নারী খেলোয়াড়সহ আহত ৬

রাজধানীর গুলিস্তানে মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতুতে বাস উল্টে দুই নারী কাবাডি খেলোয়াড়সহ অন্তত ছয়জন আহত হয়েছেন। টোল প্লাজার সামনে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত কাবাডি খেলোয়াড়রা হলেন সানিয়া আক্তার (২১) ও হাসনা আক্তার (২০)। তাঁরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

গুলিস্তান থেকে ডেমরা চলাচলকারী আসিয়ান সিটি পরিবহন নামের বাসটি গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল সেতুর ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়েছেন। বাসটি সরিয়ে ফেলা হয়েছে। 

আনসারের কাবাডি টিমের প্রশিক্ষক ফারহানা সুলতানা শিলা জানান, সামনে এসএ গেমস। এ জন্য গত ৩ অক্টোবর থেকে কাবাডি ফেডারেশনের ক্যাম্পে এসেছিলেন আহত দুই খেলোয়াড়। তাঁরা ডেমরার বাসায় ফিরছিলেন।  

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত দুই নারী খেলোয়াড় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের পায়ে ও মাথায় জখম হয়েছে।সাতদিনের সেরা