kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে যা জানাল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক   

১৫ অক্টোবর, ২০২১ ১১:৫১ | পড়া যাবে ১ মিনিটেইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে যা জানাল গ্রামীণফোন

দেশের কয়েকটি জেলায় বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। এ  বিষয়ে নিশ্চিত করেছে দেশের মোবাইল অপারেটররা। ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে নিজেদের বিবৃতি দিয়েছে দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক গ্রামীণফোন।

গ্রামীণফোন বলছে, 'অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।'

বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। তারপর চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুরে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট সেবা।সাতদিনের সেরা