kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

অনলাইন ডেস্ক   

১৪ অক্টোবর, ২০২১ ১৭:২৮ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা এর আগের দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় এতে দেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৬৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ তিনজন ও নারী চারজন।

এর আগে গতকাল করোনায় দেশে ১৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় আরো ৫১৮ জনের।সাতদিনের সেরা