kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট যাবে দুবাই : প্রবাসী কল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক   

৯ অক্টোবর, ২০২১ ২১:৪০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট যাবে দুবাই : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সিলেট ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দুবাইতে সরাসরি ফ্লাইট চালু করা হবে শিগগিরই।

আজ শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এর আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

এ সময় দুবাইয়ে সিলেট থেকে সরাসরি বিমান চলাচলের ব্যাপারে মন্ত্রী বলেন, সিলেট ও চট্টগ্রাম থেকে দুবাইয়ে সরাসরি কোনো ফ্লাইট নেই। তবে দুই জেলার অনেক যাত্রী দুবাইয়ে যাওয়া আসা করেন।

তিনি বলেন, সিলেটের তুলনায় চট্টগ্রাম থেকে দুবাইয়ের যাত্রী বেশী। তাই আগে চট্টগ্রাম থেকে সরাসরি দুবাইয়ে ফ্লাইট চালু হবে। এরপর হবে সিলেট থেকে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি সময়ও অনেকটা সাশ্রয় হবে।সাতদিনের সেরা