kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

নাট্যকার আফসার আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক   

৯ অক্টোবর, ২০২১ ১৬:১৭ | পড়া যাবে ১ মিনিটেনাট্যকার আফসার আহমেদ আর নেই

চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ (৬২)। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আজ শনিবার তার মৃত্যু হয়।

অধ্যাপক আফসার আহমদের জামাতা হিমেল মাহবুব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার শ্বশুরের মরদেহ বর্তমানে আল-মারকাজুল ইসলামীতে আছে। সেখানে গোসল করিয়ে তার মরদেহ নেওয়া হবে কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

আফসার আহমদ ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল দীনের সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন।সাতদিনের সেরা