kalerkantho

সোমবার । ২১ অগ্রহায়ণ ১৪২৮। ৬ ডিসেম্বর ২০২১। ১ জমাদিউল আউয়াল ১৪৪৩

সড়ক দুর্ঘটনায় কালের কণ্ঠের সংবাদকর্মীর বাবা নিহত

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০২১ ০২:৩০ | পড়া যাবে ১ মিনিটেসড়ক দুর্ঘটনায় কালের কণ্ঠের সংবাদকর্মীর বাবা নিহত

কালের কণ্ঠের সংবাদকর্মী মো. সামসুদ্দিন আহম্মেদ মিশুর বাবা স্বপন তাবরীজ (৬৫) গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাজধানীর রায়েরবাগ এলাকায় মাইক্রোবাসচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। 

স্বপন তাবরীজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের কাজীপাড়ায়। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রায়েরবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর বাসাবো এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রাতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। 

যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ খালেক জানান, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সাতদিনের সেরা