kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

বেতন বৈষম্য নিরসনসহ ৫ দাবিতে

প্রধানমন্ত্রীকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক   

৪ অক্টোবর, ২০২১ ১৮:৫৯ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি

বেতন বৈষম্য নিরসনসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পৌঁছে দেন।

এর আগে আজ সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে নোমানুজ্জামান আল আজাদ ছাড়াও বক্তৃতা করেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ ও রোকনুজ্জামান, কার্যকরী সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন ও এস এম শফিকুর রহমান রাজু, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, সাংগঠনিক সচিব কামাল হোসেন শিকদার, মহিলাবিষয়ক উপদেষ্টা নাজমা আক্তার, সহ-সভাপতি এম এ আউয়াল, মো. মানিক মিয়া, মো. রফিকুল আলম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, বেতন বৈষম্য দ্রুত নিরসন, টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান, শতভাগ পেনশন পুনর্বহাল এবং মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

একই দাবিতে সমন্বয় পরিষদের জেলা কমিটির উদ্যোগে সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হয়।সাতদিনের সেরা