kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

খন্দকার মাহবুবের শারীরিক অবস্থার উন্নতি

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেখন্দকার মাহবুবের শারীরিক অবস্থার উন্নতি

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। 

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। দুই-একদিনের মধ্যে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

শায়রুল কবির খান জানান, খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী ও মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আছেন। দুই-একদিন পর  তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।

করোনায় সংক্রমিত হওয়ায় গত ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুবকে। লক্ষণ দেখা দেওয়ায় ওই দিন করোনার পরীক্ষা করান এই দেশবরেণ্য ফৌজদারি আইন বিশেষজ্ঞ। পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়লে ওই দিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।সাতদিনের সেরা