kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   

১৮ সেপ্টেম্বর, ২০২১ ০১:২৯ | পড়া যাবে ১ মিনিটেখালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি গুলশানের বাসভবনে গিয়ে চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

জানা গেছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে অবহিত করতেই তিনি খালেদা জিয়ার বাসভবনে যান। রাত সোয়া ৮টা থেকে প্রায় ৯টা পর্যন্ত অবস্থানকালে ফখরুলকে কিছু নির্দেশনা খালেদা জিয়া দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র বলছে, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করতে তিন দিনের ওই বৈঠক হয়। সেখানে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, নিরপেক্ষ ব্যক্তি নিয়ে নির্বাচনকালীন সরকার এবং নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করার পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বেশির ভাগ নেতা আন্দোলন জোরদার করার পক্ষে মতামত ব্যক্ত করেন।সাতদিনের সেরা