kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:২৫ | পড়া যাবে ১ মিনিটে৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্টের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দীনের বেঞ্চ আজ বুধবার (৮ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

একই সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের ৭ই মার্চের ভাষণের আঙ্গুল উঁচানোর ভাস্কর্য স্থাপনের জন্যও নির্দেশ দিয়েছেন আদালত। ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি করতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী ড. মো. বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সাতদিনের সেরা