kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

চাকরিজীবী ছেলে-মেয়ে বিয়ে করতে পারবেন না প্রস্তাব

সংসদ থেকে এমপি বাবলুর বহিষ্কার দাবি নারী জোটের

অনলাইন ডেস্ক   

৫ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৩৩ | পড়া যাবে ১ মিনিটেসংসদ থেকে এমপি বাবলুর বহিষ্কার দাবি নারী জোটের

সংসদে রেজাউল করিম বাবলু এমপির সংবিধান ও মৌলিক অধিকার বিরোধী বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নারী জোট। তাঁর বক্তব্য এক্সপাঞ্জ ও তাকে সংসদ থেকে বহিষ্কার করার জন্যও দাবি জানায় নারী জোট।

জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা আজ রবিবার এক বিবৃতিতে জাতীয় সংসদে রেজাউল করিম বাবলু এমপি প্রদত্ত 'চাকরিজীবী ছেলে বা মেয়ে একে-অপরে কোনো চাকরিজীবীকে বিয়ে করতে পারবেন না' বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের দায়িত্ব সংবিধান সমুন্নত রাখা সেখানে রেজাউল করিম এমপি 'চাকরিজীবী ছেলে বা মেয়ে একে-অপরে কোনো চাকরিজীবীকে বিয়ে করতে পারবেন না' আইন করার বক্তব্য দিয়ে দেশের সংবিধান ও মৌলিক অধিকারের বিপক্ষে দাড়িয়েছেন।

নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা সংবিধান ও মৌলিক অধিকার বিরোধী এই সংসদ সদস্যের বক্তব্য এক্সপাঞ্জ ও তাকে সংসদ থেকে বহিস্কার করার জন্য মাননীয় স্পীকারের প্রতি দাবি জানান।সাতদিনের সেরা