kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

সংসদীয় কমিটি পুর্নগঠন: প্রতিশ্রুতি কমিটির সভাপতি হলেন মোসলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪২ | পড়া যাবে ১ মিনিটেসংসদীয় কমিটি পুর্নগঠন: প্রতিশ্রুতি কমিটির সভাপতি হলেন মোসলেম উদ্দিন

জাতীয় সংসদের তিনটি সংসদীয় কমিটি পুর্নগঠন করা হয়েছে। কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শুন্য হওয়া সরকারী প্রতিশ্রুতি কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন।

শুক্রবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তিনটি আনেন। কণ্ঠভোটে ওই প্রস্তাব গৃহীত হয়।

সংসদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন ঢাকা-১৪ আসনের আগা খান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।সাতদিনের সেরা