kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

ঢাবির হল খোলার তথ্য সঠিক নয়: প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি

অনলাইন ডেস্ক   

২৪ আগস্ট, ২০২১ ১৪:২৪ | পড়া যাবে ১ মিনিটেঢাবির হল খোলার তথ্য সঠিক নয়: প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি

অধ্যাপক ড. আবদুল বাছির। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) এ বিষয়ে কথা বলেন অধ্যাপক বাছির। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

অধ্যাপক বাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রভোস্ট কমিটি। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত হলে তা সিন্ডিকেটে পাঠানো হবে, সেখানেই চূড়ান্ত হবে। 

হল খোলার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে নেওয়া হয় না বলেও জানান প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি।

ঢাকা বিশ্ববিদ্যায়ের হল খোলা ও একাডেমিক কার্যক্রম শুরু প্রসঙ্গে সম্প্রতি একটি খবর প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একাডেমিক কাউন্সিলের বরাত দিয়ে ওই খবর বলা হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা এবং ১৯ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এ বিষয়ে কথা বলেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির। সাতদিনের সেরা