kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

শিল্পপতি আনোয়ার হোসেন আর নেই

অনলাইন ডেস্ক   

১৮ আগস্ট, ২০২১ ০৯:০৮ | পড়া যাবে ১ মিনিটে



শিল্পপতি আনোয়ার হোসেন আর নেই

আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চার মেয়ে ও তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

রাতে আনোয়ার গ্রুপের ফেসবুক পেজে মৃত্যুর খবরটি জানানো হযেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হবে।

বাংলাদেশে শাড়ির জগতে প্রথম সুপরিচিত ব্র্যান্ড মালা শাড়ির উদ্যোক্তা আনোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের আগে ও পরে মালা শাড়ি খুবই জনপ্রিয় ছিল। ১৯৬৮ সালে আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠাতা করে মালা শাড়ি বাজারজাত শুরু করেন। পরে আনোয়ার হোসেন ব্যবসার পরিধি বাড়ান। প্রতিষ্ঠা করেন আনোয়ার গ্রুপ।

বর্তমানে আনোয়ার গ্রুপের কোম্পানির সংখ্যা ২০টি। বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, আবাসন, পলিমার, আসবাব, অটোমোবাইল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। তিনি বেসরকারিখাত দি সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক। 



সাতদিনের সেরা